লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

পুরস্কার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

★ ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উঃ- সাহিত্য
★ কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়?
উঃ- ইউনেস্কো থেকে
★ প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান?
উঃ- খান আব্দুল গফফর খান
★ নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?
উঃ- ৬টি [সাহিত্য, শান্তি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি]
★ নোবেল পুরস্কার প্রতিবছর কোথায় দেওয়া হয়?
উঃ- স্টকহোম।

★ সি.কে.নাইডু অ্যাওয়ার্ড কোন ক্রিকেটার প্রথম জেতেন?
উঃ- লাল অমরনাথ
★ নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়?
উঃ- ওসলো
★ প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উঃ- রবীন্দ্রনাথ(১৯১৩)
★ ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে?
উঃ- সামাজিক কাজকর্ম
★ প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জেতেন?
উঃ- ইউ থান্ট
★ নিশাই পাকিস্তান পুরস্কার কে পান?
উঃ- মোরাজী দেশাই
★ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?
উঃ- বিশ্বনাথন আনন্দ
★ অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উঃ- খেলাধূলার অবদানের জন্য
★ পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উঃ- সাংবাদিকতা ও সাহিত্য
★ রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?
উঃ- ফিলিপিন্স।

★ ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি?
উঃ- ভারতরত্ন
★ ভারতের সর্বোচ্চ সাহসী (wartime) পুরস্কার কোনটি?
উঃ- পরমবীর চক্র
★ ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি (peacetime) অ্যাওয়ার্ড কোনটি?
উঃ- অশোকচক্র
★ জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উঃ- সাহিত্যকর্ম
★ প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান?
উঃ- আশাপূর্ণা দেবী (প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য)
★ দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উঃ- খেলার কোচেদের জন্য
★ প্রথম মহিলা যিনি পুলিত্জার পুরস্কার পান?
উঃ- ঝুম্পা লাহিড়ী।
★ অস্কার পুরস্কার দেওয়া হয়?
উঃ- সিনেমা জগৎক্ষেত্রে।
★ প্রথম ভারতীয় যিনি অস্কার পান?
উঃ- ভানু আথাইয়া (সিনেমা-গান্ধী), বস্ত্র ডিজাইনের জন্য।
★ প্রথম ভারতীয় যিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান?
উঃ- সি.ভি.রমন(১৯৩০)।
★ রবীন্দ্রনাথ ঠাকুরের পর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন?
উঃ- ভি.এস.নাইপল(২০০১)।
১০০ জেনারেল সায়েন্স প্রশ্নোত্তর
আপনার অনুভব কমেন্টের মাধ্যমে জানান।
ভালো লাগলে SHARE করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন।

আরও কিছু প্রয়োজনীয় স্টাডি মেটারিয়েল:




আরও নতুন নতুন UPDATED POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK পেজটি LIKE করুন।
CLICK HERE

1 comment: