আপনি কী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন?
যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে আমাদের এই Website-এ স্বাগতম। আপনি এখান থেকে সমস্তরকম পরীক্ষার জন্য উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন PDF Note Book, Previous Year Question Paper, Current Affairs ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পড়তে ও Download করতে পারবেন।
এই পোস্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ের জনক (Father of Various Subject) সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আপনার পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। আপনাদের মতামত ও অনুভূতি Comment-এর মাধ্যমে জানাবেন।
আপনাদের পড়ার সুবিধার জন্য আমরা প্রত্যেক বিষয় প্রশ্নোত্তর আকারে সাজিয়েছি যাতে আপনাদের পড়ার জন্য বেশী সময় নষ্ট না হয় এবং খুব কম সময়ের মধ্যে অনেক জিনিস পড়ে ফেলতে পারেন। এতে আপনাদের অনেকটা সময় বাঁঁচবে।
Albert Einstein father of Reletivity or Physics
☞ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?→ এরিস্টটল
☞ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? →
নিকোলো মেকিয়াভেলী
☞ ইংরেজি নাটকের জনক কে?
→ শেক্সপিয়র।
☞ ইতিহাসের জনক কে ?
→ হেরোডোটাস
☞ ইন্টারনেটের জনক কে ?
→ ভিনটন জি কার্ফ
☞ WWW এর জনক কে ?
→ টিম বার্নাস লি ।
☞ ই-মেইল এর জনক কে ?
→ রে টমলি সন।
☞ অর্থনীতির জনক কে ?
→ এডামস্মিথ
☞ আধুনিক অর্থনীতির জনক কে ?
→ পল স্যামুয়েলসন
☞ আধুনিক গণতন্ত্রের জনক কে ?
→ জন লক
☞আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে?
→ কোপার্নিকাস
☞ আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? →
সিগমুন্ড ফ্রয়েড
→ এলান এমটাজ
☞ উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
→থিওফ্রাস্টাস
☞ এনাটমির জনক কে ?
→ আঁদ্রে ভেসালিয়াস
☞ ক্যালকুলাসের জনক কে?
→আইজ্যাক নিউটন।
☞ গণিতশাস্ত্রের জনক কে ?
→আর্কিমিডিস
☞ চিকিত্সাবিজ্ঞানের জনক কে ?
→হিপোক্রেটিস
☞ জীবাণুবিদ্যার জনক কে ?
→ লুই পাস্তুর
☞ জ্যামিতির জনক কে ?
→ইউক্লিড
☞ দর্শনশাস্ত্রের জনক কে ?
→সক্রেটিস
☞ প্রাণিবিজ্ঞানের জনক কে ?
→এরিস্টটল
☞ বংশগতি বিদ্যার জনক কে?
→ গ্রেগর জোহান মেন্ডেল
☞ বাংলা উপন্যাসের জনক কে?
→বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
☞ বাংলা কবিতার জনক কে?
→মাইকেল মধুসূদন দত্ত।
☞ বাংলা গদ্যের জনক কে?
→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
☞ বাংলা নাটকের জনক কে?
→দীন বন্ধু মিত্র।
☞ বিজ্ঞানের জনক কে ?
→ থেলিস
☞ বীজগণিতের জনক কে ?
→আল-খাওয়ারিজম
☞ ভূগোলের জনক কে ?
→ইরাতেস্থিনিস
☞ মনোবিজ্ঞানের জনক কে ?
→উইলহেম উন্ড
☞ শরীরবিদ্যার জনক কে ?
→উইলিয়াম হার্ভে
☞ শ্রেণিবিদ্যার জনক কে ?→
ক্যারোলাস লিনিয়াস
☞ সামাজিক বিবর্তনবাদের জনক কে?
→হার্বাট স্পেন্সর।