আপনি কী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন?
যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে আমাদের এই Website-এ স্বাগতম। আপনি এখান থেকে সমস্তরকম পরীক্ষার জন্য উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন PDF Note Book, Previous Year Question Paper, Current Affairs ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পড়তে ও Download করতে পারবেন।
এই পোস্টের মাধ্যমে মানবশরীর (Human Body) সম্বন্ধিত 40টি গুররুত্বপূর্ন তথ্য আলোচনা করা হয়েছে যা আপনার পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। আপনাদের মতামত ও অনুভূতি Comment-এর মাধ্যমে জানাবেন।
১.মানুষের হৃদস্পন্দন-৭২/মিনিট
২.মানুষের শরীরে সবচেয়ে বড়ো ধমনী - মহাধমনী
৩.মস্তিস্কের ওজোন-(১৩৫০-১৪০০ গ্রাম)
৪.মস্তিষ্কের বড়ো ভাগ-সেরেব্রাম
৫.শরীরের সবথেকে বড়ো অস্থি-ফিমার (উরুর হাড়)
৬.ছোটো হাড়-স্টেপিস
৭.শরীরের সবথেকে মজবুত অস্থি-এনামেল
৮.রক্তচাপ-১২০/৮০ mm
৯.জলের পরিমান-৬৫-৮০%
১০.রক্তের মাত্রা শরীরের ভারের -৭ গুন
১১.রক্ত শুদ্ধ করে-কিডনী (বৃক্ক)
১২.রক্তের পরিমান-৫-৬ লিটার
১৩.রক্তের ph-৭.৪
১৪.লাল রক্ত কণিকার নির্মাণ-অস্থিমজ্জা
১৫.লাল রক্ত কণিকার গড় আয়ু -১২০ দিন
১৬.শ্বেত রক্তকণিকা কে বলা হয়-লিউকোসাইট
১৭.লাল রক্ত কণিকা কে বলে-এরিথ্রোসাইট
১৮.শরীরের তাপ নিয়ন্ত্রক গ্রন্থি -হাইপোথ্যালামাস
১৯.সার্বজনীন দাতা-O
২০.সার্বজনীন গ্রহীতা-AB
২১.রক্তচাপ মাপক যন্ত্র-স্ফ্যিগমোম্যানোমিটার
২২.ব্লাড ব্যাংক বলে-প্লীহা কে
২৩.খাদ্যের পাচন শুরু হয়-মুখ থেকে
২৪.শরীরের সবথেকে বড়ো গ্রন্থি-যকৃৎ
২৫.সবথেকে ছোটো গ্রন্থি-পিট্যুইটারি গ্রন্থি (মাস্টার গ্ল্যান্ড)
২৬.মোট হাড়ের সংখ্যা-২০৬টি
২৭.মাংস পেশির মোট পরিমাণ-৬৩৯
২৮.লালায় পাওয়া এনজাইম-টায়লিন
General Knowledge World
২৯.লিঙ্গ নির্ধারণ হয়-পুরুষ ক্রোমোজোমের উপর
৩০.মানুষের হৃদয়-চার কোষ্ঠীয়
৩১.ক্রোমোজমের সংখ্যা-৪৬টি
৩২.শরীরের সবথেকে বড়ো অঙ্গ- ত্বক
৩৩.শরীরের সবথেকে বড়ো কোশিকা- তন্ত্রিকা তন্ত্র
৩৪.শরীরে অ্যামাইনো অমলের সংখ্যা-২০
৩৫.শরীরে প্রত্যেক দিন মূত্র উৎপন্ন হয়-(১-১.৫ লিটার)
৩৬.মূত্র দূর্গন্ধ হয়- ইউরিয়ার কারণে
৩৭.মানব মূত্রের ph মান-৬
Biru
৩৮.মানব শরীরের সামান্য তাপমান- ৯৮.৬°F / ৩৭℃/ 310 K
৩৯.দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন-ক্যালসিয়াম এবং ফসফরাস
৪০.লাল রক্তের আকার হয় - গোলাকার
আপনাদের পড়ার সুবিধার জন্য আমরা প্রত্যেকটি বিষয় প্রশ্নোত্তর আকারে সাজিয়েছি যাতে আপনাদের পড়ার জন্য বেশী সময় নষ্ট না হয় এবং খুব কম সময়ের মধ্যে অনেক জিনিস পড়ে ফেলতে পারেন। এতে আপনাদের অনেকটা সময় বাঁঁচবে।
Thanks..
ReplyDelete