লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

ভারতের উল্লেখযোগ্য গিরিপথ সমূহ

আপনি কী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন?
যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে আমাদের এই Website-এ স্বাগতম। আপনি এখান থেকে সমস্তরকম পরীক্ষার জন্য উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন PDF Note Book, Previous Year Question Paper, Current Affairs ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পড়তে ও Download করতে পারবেন।
এই পোস্টের মাধ্যমে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ গিরিপথ বা Mountain Pass সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আপনার পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। আপনাদের মতামত ও অনুভূতি Comment-এর মাধ্যমে জানাবেন।

 ভারতের উল্লেখযোগ্য গিরিপথ
🌏ভারতের উচ্চতম গিরিপথ➖ Khardung La (6000 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত)
🌏ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ➖ Thang-La (5359 মিটার উচ্চতায় অবস্থিত)
🌏ভারতের দীর্ঘতম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টানেল/ গিরিপথ➖ Banihal Pass ( জহর টানেল, 11 কিমি একটি টানেল)
ভারতের উল্লেখযোগ্য গিরিপথের নাম ও অবস্থান
⚫Aghil Pass➖ লাডাক ও চীনের সিনকিয়াং প্রদেশ
⚫Imis La➖ লাডাক ও তিব্বতের মধ্যে
⚫Khunjerab➖ জম্মু ও কাশ্মীর
⚫Qara Tagh Pass➖ কারাকোরাম পর্বত( এই পথ দিয়েই প্রাচীন "গ্রেট সিল্ক রোড" এর অস্তিত্ব ছিল)
⚫Khardung La➖ হিমাচল প্রদেশ
⚫Zoji La➖ জম্মু ও কাশ্মীর (লাদাখ মালভূমি)-----বর্তমানে শ্রীনগর-জোজিলা রোড জাতীয় সড়কের (NHID) মর্যাদা পেয়েছে |
⚫Chang La➖ লাডাক ও তিব্বতের মধ্যে
⚫Banihal Pass/ জহর টানেল➖ জম্মু ও কাশ্মীর ( ডোডা ও অনন্তনাগ জেলার মধ্যে)
⚫Bundelpri➖ জম্মু ও কাশ্মীর (শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগরক্ষাকারী )
⚫Sasar➖ জম্মু ও কাশ্মীর (চীন ও লাদাখের মধ্যে সংযোগরক্ষাকারী)
⚫Burzail Pass➖ জম্মু, কাশ্মীর ও হিলাচল প্রদেশ ( চীন ও লাদাখের মধ্যে)
⚫Shipki La➖ হিমাচল প্রদেশ (হিমাচল প্রদেশ ও.তিব্বতের মধ্যে)
⚫Bara Lacha➖ জম্মু ও.কাশ্মীর (মানালি ও লে এর মধ্যে)
⚫Rohtang Pass➖ হিমাচল প্রদেশ ( কুলু, লাহুল ও স্পিটি উপত্যকার মধ্যে)
⚫Lipu Lakh➖ উত্তরাখন্ড ( উত্তরাখন্ড ও তিব্বতের মধ্যে)
⚫Jelep La➖ সিকিম ও লাসা ( ভারত ও তিব্বতের মধ্যে)
⚫Bomdi La➖ অরুনাচল প্রদেশ
⚫Thang-La➖ জম্মু ও কাশ্মীর ( লাদাখের সঙ্গে তিব্বতের মধ্যবর্তী)
⚫Nathu- La➖ সিকিম ( ভারত ও চীনের মধ্যে উল্লেখযোগ্য সীমান্ত ব্যাবসা কেন্দ্র)
⚫Debsa Pass➖ কুলু ও স্পিটি উপত্যকা
⚫Dihang Pass➖ অরুনাচল ও মান্দালয়
⚫Diphu Pass➖ অরুনাচল প্রদেশের পূর্বদিক (মায়ানমার যাওয়ার সহজ প্রবেশপথ)
⚫Lanak La➖ লাদাখ ও লাসা
⚫Mana Pass➖ তিব্বত ও উত্তরাখন্ড ( ছয় মাস তুষারে ঢাকা থাকে)
⚫Mangsha Dhura Pass➖ উত্তরাখন্ড ও তিব্বত
⚫Muling La➖ উত্তরাখন্ড ও তিব্বতের মধ্যে
⚫Niti Pass➖ উত্তরাখন্ড ও তিব্বত
⚫Pensi La➖ কাশ্মীর উপত্যকা ও কার্গিল
⚫Pir-Panjal Pass➖ জম্মু ও শ্রীনগর
⚫Tralli's Pass➖ উত্তরাখন্ডের পিথোরাগড় ও বাগেশ্বর (পিন্ডারী ও মিলাম উপত্যকার মধ্যে)
⚫Pangsan Pass➖ অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমার
উপদ্বীপীয় ভারতের গিরিপথ:
⚫Palghat/ Palakkad Gap➖ তামিলনাড়ু ও কেরালা, পশ্চিমঘাট পর্বত (কোয়েম্বাটুরের সাথে কোচি ও কোঝিকোডের মধ্যে সংযোগরক্ষাকারী | 25কিমি চওড়া এই গ্যাপের মধ্যে গায়িত্রী নদী পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত |
⚫Thal Ghat➖ মুম্বাই ও নাসিক, পশ্চিমঘাট পর্বত
⚫Bhor Ghat➖ মুম্বাই ও পুনের মধ্যে, পশ্চিমঘাট পর্বত
⚫Goran Ghat➖ উদয়পুর শহরের সাথে সিরোহী ও ঝালোরের মধ্যে
⚫Haldighat➖ রাজসামান্ড ও পালি জেলার মধ্যে ( আরাবল্লীর শৈলশিরাতে অবস্থিত | 1576 খ্রীষ্টাব্দে মেবারের রানা প্রতাপ সিং এর সঙ্গে অম্বরের রাজা মানসিং ও মোগল সম্রাট আকবরের যুদ্ধ হয়েছিল , গিরিপথটি ঐতিহাসিক কারণে বিখ্যাত)।


দেখে নিন আপনার জন্য রইল আরোও কিছু Study Materials PDF-এ সম্পূর্ণ বিনামূল্যে:

Download 9000+ GK Question & Answer Click Here


RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE




 Lucent's General Science Full PDF Book Download Click Here