হ্যালো রিডার,
আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো সরকারি চাকরীর পরীক্ষা যেমন SSC, MTS, CHSL, CGL, POLICE, DEFENCE, RAILWAY ইত্যাদি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি একেবারে সঠিক ওয়েবসাইট-এ এসেছেন।
আমাদের এই ওয়েবসাইট-এ আপনি পরীক্ষার উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন NOTE BOOK, PREVIOUS YEAR QUESTION PAPER পড়তে ও Download করতে পারবেন যা আপনার পরীক্ষায় Qualify Marks তোলার জন্য খুব-ই সহায়ক প্রমাণিত হবে। আপনি নিশ্চয় জেনেই থাকবেন যে বর্তমানের যেকোনো চাকরির পরীক্ষায় ভৌত বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে আমাদের পরীক্ষাই ৩-৪ টি প্রশ্ন এসেই থাকে এবং তার সঠিক উত্তর না জানাই সেই প্রশ্ন ছেড়ে দিতে আমরাা বাধ্য হই অথবা ভুল উত্তর দিয়ে আসি যার রফলে আমাদের অনেক নম্বর কমে যাই।
আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো সরকারি চাকরীর পরীক্ষা যেমন SSC, MTS, CHSL, CGL, POLICE, DEFENCE, RAILWAY ইত্যাদি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি একেবারে সঠিক ওয়েবসাইট-এ এসেছেন।
আমাদের এই ওয়েবসাইট-এ আপনি পরীক্ষার উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন NOTE BOOK, PREVIOUS YEAR QUESTION PAPER পড়তে ও Download করতে পারবেন যা আপনার পরীক্ষায় Qualify Marks তোলার জন্য খুব-ই সহায়ক প্রমাণিত হবে। আপনি নিশ্চয় জেনেই থাকবেন যে বর্তমানের যেকোনো চাকরির পরীক্ষায় ভৌত বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে আমাদের পরীক্ষাই ৩-৪ টি প্রশ্ন এসেই থাকে এবং তার সঠিক উত্তর না জানাই সেই প্রশ্ন ছেড়ে দিতে আমরাা বাধ্য হই অথবা ভুল উত্তর দিয়ে আসি যার রফলে আমাদের অনেক নম্বর কমে যাই।
তাই এই পোস্টের মাধ্যমে আমরা ভৌত বিজ্ঞান থেকে সংগৃহীত কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যা আমাদের সমস্তরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখিত প্রত্যেকটি প্রশ্ন পূর্ববর্তী কোন না কোন পরীক্ষায় একাধিকবার এসেছে তাই প্রত্যেকটি প্রশ্নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রতিটি বিষয় প্রশ্নোত্তর আকারে তুলে ধরেছি যাতে আপনাদের মূল্যবান সময় বেশী নষ্ট না হয় এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি জিনিস পড়ে ফেলতে পারবেন।
» প্রশ্ন: হীরা চকচক করে কেন?
উত্তর: হীরার সংকট কোণ বেশি বলে বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য।
» প্রশ্ন: গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী?
উত্তর: ম্যানোমিটার।
» প্রশ্ন: টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ?
উত্তর: মাইক্রোওয়েব।
» প্রশ্ন: আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
উত্তর: ম্যাক্স প্লাঙ্ক।
» প্রশ্ন: উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র?
উত্তর: ওডোমিটার।
» প্রশ্ন: কোনটি হতে মার্বেল হয়?
উত্তর: চুনাপাথর।
» প্রশ্ন: স্যাকারিন প্রস্তুত হয় কি হতে?
উত্তর: টলুইন।
» প্রশ্ন: জলজ শামুক,ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
উত্তর: কার্বনেট।
» প্রশ্ন: কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয়?
উত্তর: কার্বন-ডাই-অক্সাইড (CO2)
» প্রশ্ন: পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেনকে?
উত্তর: নিকোলাস অটো।
» প্রশ্ন: ‘৬৭-পি’ কী?
উত্তর: ধূমকেতু।
» প্রশ্ন: আলো সাতটি বর্ণের সমষ্টি - এটি প্রমাণ করেন কে?
উত্তর: আইজ্যাক নিউটন।
» প্রশ্ন: তড়িত প্রবাহরে এককের নাম কি?
উত্তর: অ্যাম্পিয়ার (Amp)
» প্রশ্ন: উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ?
উত্তর: ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল।
» প্রশ্ন: লেখার চক কী দিয়ে তৈরি?
উত্তর: ক্যালসিয়াম সালফেট।
» প্রশ্ন: রেকটিফাইড স্পিরিট কী?
উত্তর: ৯৫.৬% ইথাইল এলকোহল এবং ৪.৪% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে । অথবা, ৯৫% ইথাইল অ্যালকোহল ৫% জল।
» প্রশ্ন: ভিনিগার কাকে বলে?
উত্তর: ৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে।
» প্রশ্ন: অ্যাকোয়া রেজিয়া বা অম্লরাজ কাকে বলে?
উত্তর: ১:৩ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড।
» প্রশ্ন: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
উত্তর: ০.১৫-১.৫%
» প্রশ্ন: ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয়?
উত্তর: কার্বন।
» প্রশ্ন: ‘উড স্পিরিট’ কী?
উত্তর: মিথাইল অ্যালকোহল।
» প্রশ্ন: বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি?
উত্তর: ১১৮টি।
» প্রশ্ন:সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
উত্তর: লিথিয়াম।
» প্রশ্ন: সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?
উত্তর: রেডন।
» প্রশ্ন: পাইরোমিটার কী?
উত্তর: সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র।
» প্রশ্ন: সোনায় মরিচা ধরে না কেন?
উত্তর: সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু বলে।
» প্রশ্ন: মুক্তার ওজনের এককের নাম কী?
উত্তর: গ্রেন।
» প্রশ্ন: কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে?
উত্তর: আয়রণ (লৌহ)।
» প্রশ্ন: ডিডিটির (DDT) পূর্ণরূপ কি ?
উত্তর: ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন।
» প্রশ্ন: টিএনটির (TNT) পূর্ণরুপ কি?
উত্তর: ট্রাই নাইট্রো টলুইন।
» প্রশ্ন: সাবানের রাসায়নিক নাম কি?
উত্তর: সোডিয়াম স্টিয়ারেট।
» প্রশ্ন: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উত্তর: সোডিয়াম মনোগ্লুটামেট।
» প্রশ্ন: পেট্রোলের অপর নাম কি?
উত্তর: গ্যাসোলিন।
» প্রশ্ন:বেকিং পাউডার কি?
উত্তর: সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে।
» প্রশ্ন: লাফিং গ্যাস কি?
উত্তর: নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক।
» প্রশ্ন:দার্শনিকের উল কি?
উত্তর: জিঙ্ক অক্সাইড (ZnO) দার্শনিকের উল নামে পরিচিত।
» প্রশ্ন:সাপের বিষে কোন ধাতুর অনু থাকে?
উত্তর: জিঙ্ক।
» প্রশ্ন:কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উত্তর: অ্যান্টিমনি।
» প্রশ্ন:বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি?
উত্তর: কার্বন।
» প্রশ্ন:নির্বোধের সোনা কি?
উত্তর: আয়রণ ডি সালফাইড।
আরও পড়ুন ⏩
দেখে নিন আপনার জন্য রইল আরোও কিছু Study Materials PDF-এ সম্পূর্ণ বিনামূল্যে👇👇👇
Download 9000+ GK Question & Answer Click Here
RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE
RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE
Lucent's General Science Full PDF Book Download Click Here