লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

TET SPECIAL-শিশু মনস্তত্ব

হ্যালো রিডার,
আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো সরকারি চাকরীর পরীক্ষা যেমন Primary TET, SSC, MTS, CHSL, CGL, POLICE, DEFENCE, RAILWAY ইত্যাদি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি একেবারে সঠিক ওয়েবসাইট-এ এসেছেন।
আমাদের এই ওয়েবসাইট-এ আপনি পরীক্ষার উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস পাবেন যা আপনার পরীক্ষা Qualify করার জন্য খুব-ই উপযোগী প্রমাণিত হবে।


আপনি কী TET পরীক্ষা নিয়ে চিন্তিত???
যদি আপনার উত্তর Yes হয়ে তাহলে এই পোস্টটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে আপনার জন্য 'শিশু মনস্তত্ব' বিষয় থেকে কয়েকটি বাছাই করা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনার পরীক্ষার জন্য খুবই উপযোগী।

১) কোন বিষয়টি অনুবন্ধ প্রণালীর সঙ্গে যুক্ত?

উঃ হস্তশিল্প।

২) ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে?

উঃ গুরুসদয় দত্ত।

৩) শিক্ষার অন্যতম উপাদান কী?

উঃ পরিবেশ।

৪) অন্ধদের বর্ণমালা কে আবিষ্কার করেন?

উঃ লুই ব্রেইল।

৫) ‘বাবলিং’ কী?

উত্তর – শিশুর ১০ থেকে ১২ মাসের মধ্যে উচ্চারিত কতকগুলি অর্থহীন শব্দ।

৬) আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন, যদি তারা তা বুঝতে ব্যর্থ হয়, তা হলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কী?

উত্তর – তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পড়ানো।

৭) শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কী নামে অভিহিত করা হয়েছে?

উত্তর – স্বতন্ত্রীকরণ।

৮) প্রত্যেক ছাত্রের মেধা ও বিকাশের পার্থক্য হওয়ার মূল কারণ কী?

উত্তর – পরিবেশগত প্রভাব।
শিশু মনস্তত্ত্ব

৯) শিক্ষা আবদ্ধ অবস্থায় পরিণত হয় – অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত না হলে।

১০) দশ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের – বাড়ির কাজ দেওয়া উচিত নয়।

১১) ছাত্ররা একটি বিষয় বুঝতে পেরেছে কি না তা জানার জন্য আপনি কী করবেন – পরীক্ষা নেবেন।

১২) ছাত্রদের কোনো অনভিপ্রেত আচরণ দেখতে পেলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন – তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের চেষ্টা করবেন।

১৩) পিছিয়ে পড়া শিশু হল তারা, যাদের বৌদ্ধিক অনুপাত (IQ) ‌‌‌___________ -এর কম।
উত্তর: 80.
১৪) প্রগতিশীল শিক্ষা – শিশু কেন্দ্রিক শিক্ষা।

১৫) শিশুরা শেখে – সব জায়গা থেকে সব সময়।

১৬) শিক্ষাগ্রহণ একটি প্রক্রিয়া যাতে – সারাজীবন শিক্ষাগ্রহণ চলতে থাকে।
১৭) মনস্তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কী?
ক) আত্মা, খ) মন, গ) ব্যবহার, ঘ) মানবসত্ত্বা
উত্তর: গ) ব্যবহার

১৮) নীচের কোনটি সাংস্কৃতিক পরিবেশ? —- ক) সমুদ্র, খ) দিঘি, গ) মানুষের মূল্যবোধ, ঘ) গৃহ

উত্তর – গ) মানুষের মূল্যবোধ

১৯) নীচের কোনটি জৈব সংবেদনের অন্তর্গত?
ক) প্রত্যক্ষণ.   খ) সংবেদন   গ) ধারণা  ঘ) তৃষ্ণা

উত্তর: খ) সংবেদন

২০) শিশুদের গল্পের জন্য কোন ধরনের পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন?
ক) জটিল  খ) আবেগপূর্ণ  গ) স্বচ্ছন্দ  ঘ) কৃত্রিম

উত্তর: গ) স্বচ্ছন্দ
২১) গতানুগতিক ধারায় শিক্ষাকে কী বলা হত?
উত্তর: পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া।

২২) আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি কী?
উত্তর: সক্রিয়তা।

২৩) শিখন এক ধরনের কী প্রক্রিয়া?
উত্তর: আচরণমূলক।

২৪) শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বোঝায়?
উত্তর: ব্যক্তিসত্তার উপাদানগুলির বিকাশ।

২৫) আদর্শ শিক্ষায় জোর দেওয়া হয় শিক্ষার্থীর
(ক) পূর্ব অভিজ্ঞতা (খ) মনোযোগ (গ) সামাজিক পরিবেশ (ঘ) আগ্রহের ওপর

উঃ (ক) পূর্ব অভিজ্ঞতা।

২৬) শিক্ষার্থীরা বানান ভুল করলে সে ক্ষেত্রে শিক্ষককে কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
(ক) তিরস্কারের পদ্ধতি (খ) সংশোধনমূলক (গ) নির্দেশনামূলক (ঘ) অনুকরণমূলক পদ্ধতি

উঃ – (খ) সংশোধনমূলক।

২৭) শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত?
(ক) একনায়কতান্ত্রিক (খ) সমাজ অনুমোদিত (গ) সমাজতান্ত্রিক (ঘ) গণতান্ত্রিক

উঃ –(ঘ) গণতান্ত্রিক।

২৮) প্রাচীনকালে গুরু ও শিক্ষার্থীর সম্পর্ক ছিল
(ক) বন্ধুত্বপূর্ণ (খ) নির্দেশ দান (গ) দাতা-গ্রহীতা (ঘ) শাস্তিদানের মাধ্যমে

উঃ – (গ) দাতা-গ্রহীতা।
২৯) বহির্জগতের তাগিদে যে মানসিকতা সৃষ্টি হয় তাকে কী বলে?
উত্তর: প্রেষণা ।

৩০) প্রত্যাভিজ্ঞা কীসের ওপর নির্ভরশীল?
উত্তর: সংরক্ষণ ও প্রত্যাভিজ্ঞা।

৩১) শিক্ষক শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেন কীসের মাধ্যমে?
উত্তর: প্রশংসার মাধ্যমে।

৩২) মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হল – অভিনবত্ব।
৩৩) শিক্ষক ও অভিভাবকরা মাঝেমধ্যে মিলিত হওয়া উচিত যে কারণে – নিয়ম শৃঙ্খলা জানানো ও মতামত গ্রহণ।

৩৪) আপনি ক্লাসে পড়ানোর সময় এক জন ছাত্র ছবি আঁকছে। আপনি কী করবেন – সে যদি উপযুক্ত কারণ দেখায় তাকে মার্জনা করবেন।

৩৫) শিশুরা আবদ্ধ অবস্থায় পরিণত হয় – অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত না হলে।

৩৬) প্রগতিশীল শিক্ষা (প্রোগ্রেসভ এডুকেশন) মূলত – শিশুকেন্দ্রিক শিক্ষা।

৩৭) ইঙ্গিত আর রূপক শিশুশিক্ষার কোন বস্তুর সঙ্গে যুক্ত? – খেলনা।

৩৮) ঘুমের চাহিদা কী? – দৈহিক চাহিদা।

৩৯) শিক্ষক সব থেকে বেশি শিখতে পারেন কার কাছ থেকে? – ছাত্রদের কাছ থেকে।

৪০) ‘ইতিহাস’ শিক্ষার্থীর কোন চাহিদা পূরণ করে? – সামাজিক চাহিদা।
৪১) একটি শিশুর সামাজিক বিকাশ শুরু হয় – সামাজিকীকরণের সঙ্গে সঙ্গে।

৪২) উজ্জ্বল ছাত্র (bright student) তারা, যাদের আইকিউ – ১৩০-এর বেশি।

৪৩) ক্লাসের মেধাবী ছাত্রদেরও – অন্যদের মতো বাড়ির কাজ দেবেন।

৪৪) শিশুর বিকাশের ক্ষেত্রে অনির্দিষ্ট জ্ঞান নির্দিষ্ট জ্ঞানে পরিণত হয় – পরীক্ষা ও নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে।
একটি শিশু বস্তু এবং ঘটনাবলী সম্পর্কে যুক্তিপূর্ণ ভাবে চিন্তা করতে পারে। এই বৈশিষ্ট্যটি পিঁয়াজে যে স্তরের ক্ষেত্রে লক্ষ করেছেন তা হল – মূর্ত সক্রিয়তার স্তর।

★শিশুর বৃদ্ধি ও অনুশীলনের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হল – মনো-বিশ্লেষণগত পদ্ধতি।
★আপনার ক্লাসের কিছু শিক্ষার্থী সত্যিই মেধাবী। আপনি তাঁদের পড়াবেন – উন্নত কর্মসূচি ব্যবহারের দ্বারা।
★‘আইডেন্টিক্যাল এলিমেন্টস’ – যে কথাটির সঙ্গে যেটি সম্পর্কযুক্ত সেটি হল – শিখন সঞ্চালন।
★প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন – প্যাভলভ।
★শিক্ষায় ফ্রেয়েবেল-এর গুরুত্বপূর্ণ অবদান হল – কিন্ডারগার্টেন বিদ্যালয় তৈরি করা।
★কোন স্থানে শিশুর প্রজ্ঞার বিকাশ সব থেকে ভালো হয় – খেলার মাঠে।
★ডিসলেক্সিয়া সম্পর্কযুক্ত – রিডিং পড়ার ভারসাম্যহীনতার সঙ্গে।
★শিখনের প্রক্রিয়ায় প্রেষণা – শিক্ষার্থীর স্মৃতিকে ধারালো করে।
★শ্রেণিতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বজায় রাখার জন্য এক জন শিক্ষকের উচিত- প্রশ্ন করা।
★শিক্ষণ প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ডকে কোন শ্রেণির অন্তর্ভূক্ত করা হয় – দর্শন সহায়ক উপকরণ।
★শিশুর বৌদ্ধিক বিকাশের চারটি পৃথক স্তরকে চিহ্নিত করেন – পিঁয়াজে।
★পরিবার হল একটি – অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম।
★এক জন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন শৃঙ্খলার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে।
★এক জন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ হল – শ্রেণিতে ঠিক সময়ে পৌঁছনো।
★আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি কী – সক্রিয়তা।
★শিখন এক ধরনের – আচরণমূলক প্রক্রিয়া।
★শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে বোঝায় – ব্যক্তিসত্ত্বার উপাদানগুলির বিকাশ।
★এক জন শিক্ষার্থী প্রথম শিক্ষা কার কাছ থেকে পায় – মা।
★শিক্ষার্থীরা সেই সব শিক্ষকের কাছে শিক্ষা লাভে বাড়তি আগ্রহ বোধ করে, যাঁরা – স্নেহপ্রবণ।