32. ডুবোজাহাজ হতে জলেরর উপরে দেখার জন্য ব্যবহৃত হয় – পেরিস্কোপ ।
33. ব্যাটারি হতে পাওয়া যায় – ডিসি কারেন্ট ।
34. সর্বোত্তম তড়িৎ পরিবাহক – রূপা ।
35. ডিনামাইট আবিস্কার করেন – আলফ্রেড নোবেল ।
36. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট ।
37. শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে – সুপারসনিক বিমান ।
38. বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি – ৩x১০১০ সে. মি. ।
39. কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট – চুম্বক পদার্থ ।
40. আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে – দর্পনে ।
41. স্টিফেন হকিন্স একজন – পদার্থবিদ (ব্ল্যাক হোল থিওরির জনক) ।
42. পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি – জীবাস্ম জালানি ।
43. জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি – অতি বেগুণী রশ্মি ।
44. এক্সরে এর একক – রন্টজেন ।
45. তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক – হেনরী বেকুইরেল ।
46. রেডিয়াম আবিস্কার করেন – মাদাম কুরি ।
47. পারমাণবিক বোমা উৎপন্ন হয় – ফিশন পদ্ধতিতে ।
48. হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় – ফিউশন পদ্ধতিতে ।
49. পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন ।
50. প্লবতা সূত্র আবিস্কার করেন – আর্কিমিডিস ।
51. দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন – গ্যালিলিও ।
52. গতির সূত্র আবিস্কার করেন – নিউটন ।
53. আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন – আলবার্ট আইনস্টাইন ।
54. মৌলিক রাশিগুলো হলো – দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।
55. লব্ধ রাশি – বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি ।
56. ভেক্টর রাশি – সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি ।
57. স্কেলার রাশি – দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি ।
58. পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল – এস. আই. S. I. ।
59. ভর হচ্ছে পদার্থের – জড়তার পরিমাণ।
60. এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই ।
আরও কিছু প্রয়োজনীয় স্টাডি মেটারিয়েল:
Download 9000+ GK Question & Answer Click Here
RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE
RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE
Lucent's General Science Full PDF Book Download Click Here
No comments:
Post a Comment