লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

Important General Science (Physics) One Liner GK 2


31. CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে – ওজন স্তর ।
32. ডুবোজাহাজ হতে জলেরর উপরে দেখার জন্য ব্যবহৃত হয় – পেরিস্কোপ ।
33. ব্যাটারি হতে পাওয়া যায় – ডিসি কারেন্ট ।
34. সর্বোত্তম তড়িৎ পরিবাহক – রূপা ।
35. ডিনামাইট আবিস্কার করেন – আলফ্রেড নোবেল ।
36. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট ।
37. শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে – সুপারসনিক বিমান ।
38. বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি – ৩x১০১০ সে. মি. ।
39. কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট – চুম্বক পদার্থ ।
40. আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে – দর্পনে ।
41. স্টিফেন হকিন্স একজন – পদার্থবিদ (ব্ল্যাক হোল থিওরির জনক) ।
42. পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি – জীবাস্ম জালানি ।
43. জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি – অতি বেগুণী রশ্মি ।
44. এক্সরে এর একক – রন্টজেন ।
45. তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক – হেনরী বেকুইরেল ।
46. রেডিয়াম আবিস্কার করেন – মাদাম কুরি ।
47. পারমাণবিক বোমা উৎপন্ন হয় – ফিশন পদ্ধতিতে ।
48. হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় – ফিউশন পদ্ধতিতে ।
49. পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন ।
50. প্লবতা সূত্র আবিস্কার করেন – আর্কিমিডিস ।
51. দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন – গ্যালিলিও ।
52. গতির সূত্র আবিস্কার করেন – নিউটন ।
53. আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন – আলবার্ট আইনস্টাইন ।
54. মৌলিক রাশিগুলো হলো – দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।
55. লব্ধ রাশি – বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি ।
56. ভেক্টর রাশি – সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি ।
57. স্কেলার রাশি – দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি ।
58. পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল – এস. আই. S. I. ।
59. ভর হচ্ছে পদার্থের – জড়তার পরিমাণ।
60. এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই ।


<<PREV    2    NEXT>>   4

আরও কিছু প্রয়োজনীয় স্টাডি মেটারিয়েল:



Download 9000+ GK Question & Answer Click Here


RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE




 Lucent's General Science Full PDF Book Download Click Here














আরও নতুন নতুন UPDATED POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK পেজটি LIKE করুন।

No comments:

Post a Comment