☞ অলটিমিটার → উচ্চতা নির্ণায়ক।
☞ ফ্যাদেমিটার → সমুদ্রের গভীরতা নির্ণায়ক।
☞ জাইরোকম্পাস → জাহাজের দিক নির্ণায়ক।
☞ অডিও মিটার → শব্দের তীব্রতা নির্ণায়ক।
☞ সিসমোগ্রাফ → ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র।
☞ মিটার স্কেল - দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র।
☞ ভার্নিয়ার স্কেল → দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ)।
☞ স্লাইড ক্যালিপার্স → বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহিব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়।
☞ স্প্রিং নিক্তি → সরাসরি বস্তর ওজন নির্ণায়ক।
☞ এনোমোমিটার → বায়ুর গতিবেগ মাপক যন্ত্র।
☞ হাইগ্রোমিটার → বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র।
☞ হাইড্রোমিটার → তরলের আপেক্ষিক গুরত্ব বা ঘনত্ব নির্ণায়ক।
☞ ল্যাক্টোমিটার → দুধের বিশুদ্ধতা নির্ণায়ক।
☞ হাইড্রোফোন → পানির তলায় শব্দ নিরুপণ যন্ত্র।
☞ অ্যানিমোমিটার → বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র।
☞ ওডোমিটার → মোটর গাড়ির গতি নির্ণায়ক।
☞ ট্যাকোমিটার → উড়োজাহাজের গতি নির্ণায়ক।
☞ রিখটার স্কেল → ভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল। এ স্কেলে ১ থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়।১৯৩৫ সালে সি. এফ. রিখটার এটি আবিষ্কার করেন।
☞ পাইরোমিটার → তারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক।
☞ টেনসিওমিটার → তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
☞ অ্যামিটার → বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র।
☞ অ্যাক্সিলারোমিটার → ত্বরণ পরিমাপক যন্ত্র।
☞ স্প্রিডোমিটার → দ্রুতি পরিমাপক যন্ত্র।
☞ ভেলাটোমিটার → বেগের পরিমাণ নিণায়ক।
☞ ওহম মিটার → পরিবাহীর রোধ নির্ণায়ক।
☞ ভোল্ট মিটার → বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র।
☞ ইলেক্ট্রফেরাস → বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনেকর সরল যন্ত্র।
☞ ভ্যানডিগ্রাফ → বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র।
☞ স্ফিগমোম্যানোমিটার → মানবদেহের রক্তচাপ নির্ণায়ক।
☞ স্টেথোস্কোপ → হৃৎপিন্ড ও ফুসফুসের শব্দ
☞ ম্যানোমিটার → গ্যাসের চাপ নির্ণায়ক।
☞ ব্যারোমিটার → বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক।
☞ রেইনগেজ → বৃষ্টি পরিমাপক যন্ত্র।
☞ সেক্সট্যান্ট → সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
☞ ক্রোনোমিটার → দ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র।
☞ ক্যালরিমিটার → তাপ পরিমাপক যন্ত্র।
☞ থার্মোমিটার → উষ্ণতা পরিমাপক যন্ত্র।
☞ থার্মোস্ট্যাট → ফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে সি’র তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র।
আরও প্রয়োজনীয় কিছু প্রতিযোগিতামূলক স্টাডি মেটারিয়েল:
Download 9000+ GK Question & Answer Click Here
RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE
RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE
Lucent's General Science Full PDF Book Download Click Here
Thank you very much sir. . .
ReplyDelete