আপনি কী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন?
যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে আমাদের এই Website-এ স্বাগতম। আপনি এখান থেকে সমস্তরকম পরীক্ষার জন্য উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন PDF Note Book, Previous Year Question Paper, Current Affairs ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পড়তে ও Download করতে পারবেন।
এই পোস্টের মাধ্যমে কয়েকটি সংগৃহীত প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আপনার পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। আপনাদের মতামত ও অনুভূতি Comment-এর মাধ্যমে জানাবেন।
আপনাদের পড়ার সুবিধার জন্য আমরা প্রত্যেক বিষয় প্রশ্নোত্তর আকারে সাজিয়েছি যাতে আপনাদের পড়ার জন্য বেশী সময় নষ্ট না হয় এবং খুব কম সময়ের মধ্যে অনেক জিনিস পড়ে ফেলতে পারেন। এতে আপনাদের অনেকটা সময় বাঁঁচবে।
উঃ) অ্যাস্থেনোস্ফিয়ারে।
02. ভূকেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত ?
উঃ) 8000 ডিগ্রি সেন্টিগ্রেড।
03. পৃথিবীতে তপ্ত বিন্দুর (Hot Spot) সংখ্যা কত ?
উঃ) 21 টি ।
04. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?
উঃ) লিওনার্দো-দ্য-ভিঞ্চি (খ্রিস্টীয় 15 শতক)।
05. একটি থোলয়েডের উদাহরণ দাও।
উঃ) ক্যারিবিয়ান সাগরের ম্যাটার্ণিক দ্বীপের মাউন্ট পিলি ।
06. ন্যুয়ে অর্দেন্তির গতিবেগ কত ?
উঃ) 40-50 মিটার/সেকেন্ড।
07. ইন্দো-অস্ট্রেলীয় ও ইউরেশিয় পাতের সুচার লাইন কাকে ধরা হয় ?
উঃ) সিন্ধু উপত্যকাকে।
08. 'কোপজে হল ভেঙ্গে পড়া মরুস্তম্ভ'- কার উক্তি ?
উঃ) ভূবিজ্ঞানী এম.এফ.থমাস।
09. ওপেল কীরূপ পাললিক শিলা ?
উঃ) অসংহাত জাত ।
10. ইউরোপীয় ও ভারত উপদ্বীপিয় পাত সীমান্ত কীরূপ পাত সীমান্তের উদাহরণ ?
উঃ) অভিসারী।
11. সামগ্রিক ভাবে ঢাল কয় প্রকারের হয় ?
উঃ) পাঁচ প্রকারের।
12. মৃত্তিকা বিজ্ঞানী CFS Sharp (1938) বিসর্পণ কে কয় ভাগে ভাগ করেন ?
উঃ) পাঁচ ভাগে।
13. ভূমি ভাস্কর্যের কত শতাংশ নদীর স্বাভাবিক কার্য দ্বারা সাধিত হয় ?
উঃ) 70 শতাংশ ।
14. জিও কোন শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ ?
উঃ) সমুদ্র তরঙ্গ।
15. আবহবিকার কীরূপ প্রাকৃতিক প্রক্রিয়া ?
উঃ) In-Situ প্রক্রিয়া ।
16. ভৃগু ঢাল বা খাঁড়া ঢালে ঢালের কৌণিক মান কত ?
উঃ) 40 ডিগ্রি বা তার অধিক।
17. নদী মঞ্চ কয় প্রকার ?
উঃ) দুই প্রকার, জোড় নদী মঞ্চ ও বিজোড় নদী মঞ্চ।
18. জে.টি.হ্যাক কত বার ভূমিরূপ বিবর্তনের অচক্রীয় ধারণা সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেন ?
উঃ) তিনবার, 1960,65 ও 66 সালে।
19. একটি পরবর্তী নদীর উদাহরণ দাও যা গঙ্গার উপনদী ।
উঃ) শোন।
20. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় ?
উঃ) আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে।
21. প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করলেও তার মূলে রয়েছে ঐশ্বরিক ইচ্ছা- এরূপ মতবাদ ভৌগোলিক চিন্তায় কি নামে পরিচিত ?
উঃ) থিওক্র্যাটিক মতবাদ।
22. কোন পটভূমিতে মূলক ভূগোলের সূচনা হয় ?
উঃ) মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ ও কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলনের পটভূমিতে ।
23. কোন দশক থেকে ভূগোলে ব্যাপক ভাবে 'Statistic' এর ব্যবহার আরম্ভ হয় ?
উঃ) 1950-60 এর দশকে।
24. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?
উঃ) কার্ল মার্ক্স ।
25. এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে ভূগোলে কি বলা হয় ?
উঃ) অঞ্চল ।
26.দূরত্ব কয় প্রকার ?
উঃ) তিন প্রকার।
26. ভূগোলে 'দেশ' এর ধারণার দিক দুটি কি কি ?
উঃ) নিরপেক্ষ দেশ ও আপেক্ষিক দেশ ।
28. ভূগোলের ধ্রুপদী পর্যায়ের সূচনা হয় কোথায় ?
উঃ) জার্মানীতে।
29. ভূগোলে ভাবলেখি চিন্তাধারা বলতে কি বোঝায় ?
উঃ) ভূপৃষ্ঠের বিবরণমূলক আলোচনা।
30. টেলর কোন গ্রন্থে 'Stop and Go Determinism' এর ধারণা দেন ?
উঃ) 'Australia' (1950)।
31. Van-Alen Radiation Belt এর অস্তিত্ব কবে প্রমাণিত হয় ?
উঃ) 1958 সালে।
32. হেটেরোস্ফীয়ার কয় ভাগে বিভক্ত ?
উঃ) চার ভাগে ।
33. বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর গড় উষ্ণতা বৃদ্ধির হার কত ?
উঃ) 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড।
34. সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে ?
উঃ) 19%
35. পৃথিবীতে সর্বমান্য জলবায়ু অঞ্চলের সংখ্যা কত ?
উঃ) তিনটি।
36. আর্দ্রতার ভিত্তিতে থর্ণথওয়েট বিশ্বকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন ?
উঃ) নয় টি ।
37. মার্কিন ভূসমীক্ষন উপগ্রহ Geos কোন কর্মসূচীর অধীনে সমীক্ষারত ?
উঃ) মোনেক্স (MONEX)।
38. আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি ?
উঃ) শতকরা।
39. কোপেনের জলবায়ু বিভাজনে Aw এর অর্থ কি ?
উঃ) উষ্ণমন্ডলীয় আর্দ্র-শুষ্ক জলবায়ু ।
40. ঝঞ্ঝা কয় প্রকার?
উঃ) তিন প্রকার ।
41. ক্যাটেনা ধারণার উদ্ভাবক কে ?
উঃ) G. Milne (1935) ।
42. মাটির গ্রথন অনুযায়ী মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ) 12 ভাগে ।
43. রেগোলিথ কোন অঞ্চলে অধিক গঠিত হয় ?
উঃ) ক্রান্তীয় অঞ্চলে।
44. কোন স্তরে প্যান গঠিত হয় ?
উঃ) সঞ্চয়ন বা B স্তরে ।45. মৃত্তিকার কোন জল শোষণ করে উদ্ভিদ জৈবিক ক্রিয়া সম্পন্ন করে ?
উঃ) কৌশিক জল।
46. ভারতে কয়টি জৈব বৈচিত্র তপ্তবিন্দু রয়েছে ?
উঃ) 4 টি।
47. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ দাও।
উঃ) সুন্দরবন অঞ্চলের জোয়ার ভাটার জল সিক্ত অংশের মৃত্তিকা ।
48. গুজরাটের আনন্দ নিকেতন আশ্রম কোন কর্মসূচির সাথে যুক্ত ?
উঃ) সামাজিক বনসৃজন।
49. Belt of No Erosion ধারণার প্রবক্তা কে ?
উঃ) আর.ই.হার্টন ।
50. ইউফোটিক অঞ্চলের গড় গভীরতা কত ?
উঃ) 50 মিটার।
No comments:
Post a Comment