55. “অ্যাপ্পিকো আন্দোলন “এর স্লোগান কী ছিল?
Ans. ‘Five F's ”__F=Food,Fodder,Fuel, Fiber,Fertilizer “.
56. মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত?
Ans. নর্মদা বাঁচাও আন্দোলন ।
57. ‘ ভারতের রূঢ় ‘ – কোন শহরকে বলে ?
Ans. দুর্গাপুর ।
58. ‘ উদীয়মান শিল্প ‘ কোন শিল্প কে বলা হয় ?
Ans. পেট্রো – রসায়ন শিল্প ।
59. মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ?
Ans. মিলপা ।
60. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Ans. 1992 সালে ।
61. WTO এর সদস্য দেশের সংখ্যা কত ?
Ans. 164 টি (July,2016)।
62. 2011 সালের আদমসুমারী অনুযায়ী , ভারতের জনঘনত্ব কত ?
Ans. 382 জন প্রতি বর্গকিমি ।
63. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি ?
Ans. বারাণসী থেকে কন্যাকুমারী ।
64. জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ?
Ans. প্রশান্ত মহাসাগর ।
65. মানবীয় ভূগোলের প্রবক্তা কে ?
Ans. ভিদাল – দে – লা – ব্লাচে ।
66. ‘Civilisation and Climate’ গ্রন্থটির লেখক কে ?
Ans. হান্টিংটন ।
67. ‘Cosmos’ কার লেখা ?
Ans. হামবোল্ট ।
68. মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে ?
Ans. 1909 সালে ।
69. ‘ সাংস্কৃতির উৎস ক্ষেত্র ‘ কথাটি প্রথম কে উপস্থাপন করেন ?
Ans. সাওয়ার ।
70. সমাজ ভূগোলে লোকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
Ans. W.G. Sumner.
71. ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি ?
Ans. তাপীয় ।
72. পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয় ?
Ans. ঝালদা ও মানবাজার অঞ্চলে ।
73. সিঙ্গারেনী কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত ?
Ans. অন্ধ্রপ্রদেশ ।
74. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত ?
Ans. কর্ণাটক ।
75. ‘ বিশ্ব সমুদ্র দিবস ‘ কবে পালিত হয় ?
Ans. 8th June.
76. বাংলাদেশের কোন শহরকে ‘ প্রাচ্যের ডান্ডি ‘ বলা হয় ?
Ans. নারায়ণগঞ্জ ।
77. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
Ans. দার্জিলিং-এর সিদ্রাপং ।
1 <<PREV 3 NEXT>> 5 6 7 8 9 10 11
12 13 LAST
পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে SHARE করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। এতে আপনার বন্ধুরাও খুব-ই উপকৃত হবেন। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে তা নিচে দেওয়া Comment Box-এ Comment করে জানান। আমরা আপনাদের Comment-এর উত্তর দেওয়ার জন্য সর্বদা তৎপর আছি । আরোও নতুন নতুন UPDATED POST পেতে আমাদের Website-এ নিয়মিত VISIT করুন
Note: আপনাদের মতো আরও হাজার হাজার প্রতিযোগী আমাদে Facebook Page-এর সাথে যুক্ত হয়েছেন এবং এখান থেকে UPDATED STUDY MATERIALS, CURRENT AFFAIRS, PDF এবং বিভিন্ন পরীক্ষামূলক তথ্যাদি সংগ্রহ করে নিজেদের এক সুন্দর ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন।
তাহলে আপনি দেরি করছেন কেন? এক্ষুনি আমাদের Facebook Page-টি LIKE করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে সম্পূর্ণ বিনামূল্যে সমস্তরকম Study Materials সংগ্রহ করুন।
You might also like,
Download 9000+ GK Question & Answer Click Here
RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE
RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE
Lucent's General Science Full PDF Book Download Click Here
No comments:
Post a Comment