লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

Important One-Liner General Science(Physics) for Competitive Exam

হ্যালো রিডার,
আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো সরকারি চাকরীর পরীক্ষা যেমন SSC, MTS, CHSL, CGL, POLICE, DEFENCE, RAILWAY ইত্যাদি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি একেবারে সঠিক ওয়েবসাইট-এ এসেছেন।

আমাদের এই ওয়েবসাইট-এ আপনি পরীক্ষার উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন NOTE BOOK, PREVIOUS YEAR QUESTION PAPER পড়তে ও Download করতে পারবেন যা আপনার পরীক্ষায় Qualify Marks তোলার জন্য খুব-ই সহায়ক প্রমাণিত হবে। আপনি নিশ্চয় জেনেই থাকবেন যে বর্তমানের যেকোনো চাকরির পরীক্ষায় ভৌত বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে আমাদের পরীক্ষাই ৩-৪ টি প্রশ্ন এসেই থাকে এবং তার সঠিক উত্তর না জানাই সেই প্রশ্ন ছেড়ে দিতে আমরাা বাধ্য হই অথবা ভুল উত্তর দিয়ে আসি যার রফলে আমাদের অনেক নম্বর কমে যাই।

তাই এই পোস্টের মাধ্যমে আমরা ভৌত বিজ্ঞান থেকে সংগৃহীত কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যা আমাদের সমস্তরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখিত প্রত্যেকটি প্রশ্ন পূর্ববর্তী কোন না কোন পরীক্ষায় একাধিকবার এসেছে তাই প্রত্যেকটি প্রশ্নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রতিটি বিষয় প্রশ্নোত্তর আকারে তুলে ধরেছি যাতে আপনাদের মূল্যবান সময় বেশী নষ্ট না হয় এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি জিনিস পড়ে ফেলতে পারবেন। 
1. পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু ।
2. পদার্থের স্থায়ী মূল কণিকা – ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
3. তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা, বিটা ও গামা কনিকা ।
4. পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান ।
5. পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল ।
6. বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ ক্যালরি ।
7. ০° সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড ।
8. সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় – লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
9. সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি – সৌর রশ্মি ।
10. পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের জন্য ।
11. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারন – উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
12. চা তাড়াতাড়ি ঠান্ডা হয় – কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
13. চা দেরীতে ঠান্ডা হয় – সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)।
14. শব্দের গতি সবচেয়ে বেশি – কঠিন মাধ্যমে ।
15. শব্দের গতি সবচেয়ে কম – বায়বীয় মাধ্যমে ।
16. তিনটি মূখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল ।
17. ৪° সে: তাপমাত্রায় পানির ঘনত্ব – সর্বোচ্চ ।
18. ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল – তেজস্ক্রিয় পদার্থ ।
19. রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি ।
20. উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন – আলফ্রেড নোবেল ।
21. ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ – ডিজিটাল সিগনাল ডেটাবেজ ।
22. পীট কয়লা – ভিজা ও নরম ।
23. তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে – গ্রীনহাউজ ইফেক্ট।
24. পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে – ফিউশন বিক্রিয়া ।
25. বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ ।
26. লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে – গ্যালভানাইজিং ।
27. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে – মরিচিকায় ।
28. জল বরফে পরিণত হলে – আয়তনে বাড়ে ।
29. জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে ।
30. বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী – টাংস্টেন দিয়ে ।

আরও কিছু প্রয়োজনীয় স্টাডি মেটারিয়েল:





Download 9000+ GK Question & Answer Click Here


RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE




 Lucent's General Science Full PDF Book Download Click Here














আরও নতুন নতুন UPDATED POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK পেজটি LIKE করুন।

No comments:

Post a Comment