লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

বিভিন্ন সরকারী চাকরীর পরীক্ষায় এসেছে এমন কয়েকটি বিখ্যাত ব্যক্তিদের উপাধিসমূহ

 হ্যালো রিডার,
আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো সরকারি চাকরীর পরীক্ষা যেমন SSC, MTS, CHSL, CGL,UPSC,BANK, POLICE, DEFENCE, RAILWAY ইত্যাদি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি একেবারে সঠিক ওয়েবসাইট-এ এসেছেন।
আমাদের এই ওয়েবসাইট-এ আপনি পরীক্ষার উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস পাবেন যা আপনার পরীক্ষা Qualify করার জন্য খুব-ই উপযোগী প্রমাণিত হবে।
আপনি নিশ্চয় জেনে থাকবেন যে বর্তমানের পরীক্ষাগুলোতে বিভিন্ন জ্ঞানীগুনি বা বিখ্যাত মহান পুরুষদের উপনাম থেকে একটি অথবা দুটি প্রশ্ন আমাদের পরীক্ষাতে এসেই থাকে। তাই এই পোস্টের মাধ্যমে আমরা সেই বিখ্যাত ও মহান পুরুষদের উপনাম জেনে নেব যাতে আমরা উপনাম সম্পর্কিত টপিক থেকে আসা সেই প্রশ্নের উত্তর পরীক্ষাই নির্ভুলভাবে দিতে পারি। এই আলোচনাতে ক্রমানুসারে ব্যক্তির উপনাম (Nick Name), নাম (Original Name) এবং দেশের নাম (Country) উল্লেখ করা হয়েছে।
 ডটার অব দ্য ইস্ট------------বেনজীর ভুট্টো (পাকিস্তান)
ডেজার্ট ফক্স ------------ জেনারেল রোমেল (যুক্তরাজ্য)।
ব­ইন্ড বার্ড ----------------- হোমার (গ্রীস)।
বিদ্রোহী কবি -----কাজী নজরুল ইসলাম (বাংলাদেশ)।
বিশ্বকবি, কবিগুরু ---------- রবিন্দ্রনাত ঠাকুর (ভারত)।
ভারতের নাইটঙ্গেল --------- সরোজিনী নাইডু(ভারত)।
মহান শাসক -------------গিয়াসউদ্দিন বলবান (ভারত)।
মিঃ কে ----------------------- নিকিতা কুশ্চেভ (রাশিয়া)।
মাস্টারদা ----------------------- সূর্যসেন (বাংলাদেশ)।
ম্যান্ডারিন ---------------------- চীনা রাজ কর্মচারী (চীন)।
লিটল করপোরাল ---- নেপোলিয়ন বোনাপোর্ট (ফ্রান্স)।
দেশবন্ধু ------------------ চিত্তরঞ্জন দাস (ভারত)।
নেতাজী------------------- সুভাষ চন্দ্র বোস (ভারত)।
ফুয়েরার ------------------ এডলফ হিটলার (জার্মানী)।
লৌহ মানবী --------------- মার্গারেট থ্যাচার (যুক্তরাজ্য)।
বঙ্গবন্ধু -------------- শেখ মুজিবুর রহমান (বাংলাদেশ)।
বাংকার্নো ----------- ডঃ আহমেদ সুকর্ন (ইন্দোনেশিয়া)।
বাপুজী --------------- মহাত্মা গান্ধী (ভারত)।
বাংলার বাঘ ---------- আশুতোষ মুখার্জী (ভারত)।
লেডি উইথ দ্য ল্যাম্প ---- ফ্লোরেন্স নাইটঙ্গেল (ইটালী)।
লোকমান্য -------------- বালগঙ্গাধর তিলক (ভারত)।
শান্তির মানুষ ----------- লাল বাহাদুর শাস্ত্রী (ভারত)।
শের -ই বাংলা ------- এ কে ফজলুল হক (বাংলাদেশ)।
শিল্পাচার্য ----------------- অবনীন্দ্রনাথ ঠাকুর (ভারত)।
শিল্পাচার্য ------------ জয়নুল আরেদীন(বাংলাদেশ)।
সীমান্ত গান্ধী ------- আব্দুল গাফফার খান (পাকিস্তান)।
সার্পেন্ট অব দি নাইল -------রাণী ক্লিওপেট্রা (মিশর)।
হার্ট সার্জন ------- ডঃ উইলিয়াম ক্রিশ্চিয়ান বার্নার্ড (দক্ষিণ আফ্রিকা)।
আইনের শাসক -------- আইজেন হাওয়ার (যুক্তরাষ্ট্র)।
আইনের শাসক ------- আলফ্রেড দি গ্রেট (যুক্তরাজ্য)।
আংকেল হো -------------- হো চি মিন(ভিয়েতনাম)।
আতার্তুক ------------------- কামাল পাশা (তুরস্ক)।
আধুনিক জার্মানীর জনক ----- প্রিন্স বিসমার্ক (জার্মানী)।
আরবের নাইটিঙ্গেল ------ উম্মে কুলসুম (মিশর)।
আয়রন ডিউক ---- ডিউক অব ওয়েলিংটন (যুক্তরাজ্য)।
আয়রন চ্যান্সেলর --------- প্রিন্স বিসমার্ক(জার্মানী)।
ইংরেজি কাব্যে জনক ----- জিওফ্রে চসার (যুক্তরাজ্য)।
ইতিহাসের জনক -------- হিরোডোটাস (গ্রীস)।
উত্তরের যাদুকর ----------- স্যার ওয়াল্টার স্কট
(যুক্তরাজ্য)।উন্মাদ সন্যাসী ----- রাসপুটিন(রাশিয়া)।
কায়েদে-এ আজম ----- মোহাম্মদ আলী জিন্নাহ (পাকিস্তান)।
টাইগার ------ জর্জ ক্লেমেড (আমেরিকা যুক্তরাজ্য)।
গুর্খা ------------------------- নেপালী সৈন্য (নেপাল)।
গ্রান্ড ওল্ডম্যান ------------- ­গ্লাডস্টোন (যুক্তরাজ্য)।
গ্রান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া -------- দাদাভাই নওরোজী (ভারত)।
চে আর্নেসেটা ---------- চে গুয়েভারা (আর্জেন্টিনা)।
চাচা --------------------- জওহরলাল নেহেরু (ভারত)।
জন বুল ------------------ ইংরেজ জাতি (যুক্তরাজ্য)।
জি বি এস --------------- জর্জ বার্নার্ড শ (যুক্তরাজ্য)।

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে SHARE করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। এতে আপনার বন্ধুরাও খুব-ই উপকৃত হবেন। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে তা নিচে দেওয়া Comment Box-এ Comment করে জানান। আমরা আপনাদের Comment-এর উত্তর দেওয়ার জন্য সর্বদা তৎপর আছি । আরোও নতুন নতুন UPDATED POST পেতে আমাদের Website-এ নিয়মিত VISIT করুন

দেখে নিন আপনার জন্য রইল আরোও কিছু Study Materials PDF-এ সম্পূর্ণ বিনামূল্যে👇👇👇

Download 9000+ GK Question & Answer Click Here


RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE




 Lucent's General Science Full PDF Book Download Click Here














Note: আপনাদের মতো আরও হাজার হাজার প্রতিযোগী আমাদে Facebook Page-এর সাথে যুক্ত হয়েছেন এবং এখান থেকে UPDATED STUDY MATERIALS, CURRENT AFFAIRS, PDF এবং বিভিন্ন  পরীক্ষামূলক তথ্যাদি সংগ্রহ করে নিজেদের এক সুন্দর ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন।
তাহলে আপনি দেরি করছেন কেন? এক্ষুনি আমাদের Facebook Page-টি LIKE করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে সম্পূর্ণ বিনামূল্যে সমস্তরকম Study Materials সংগ্রহ করুন।