লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

রেল সম্পর্কিত কয়েকটি সামান্য জ্ঞান প্রশ্নোত্তর

Hello Friends,
           বর্তমানে যে কোনো  প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন- RAILWAY / SSC/ PSC / BANK/ LIC ইত্যাদির জন্য জেনারেল নলেজ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । সমস্ত Govt. চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ Section থেকে Question থাকা বাঞ্ছনীয় । তাই এই বিষয়টি কে কখনোই এড়িয়ে যাওয়া চলবে না । আমাদের পরীক্ষায় জেনারেল নলেজ থেকে আসা সমস্ত Questions এর উত্তর সঠিক ভাবে দেওয়ার জন্য প্রথম থেকেই আমাদেরকে পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিতে হবে । যা আমাদের জীবনের সুন্দর ভবিষ্যৎ গড়ার পক্ষে সহায়ক হয়ে উঠবে । 
       StudyForAllGK নিয়মিত আপনাদের জন্য সেই সমস্ত Important Study Materials / Ebook / Current Affairs / PDF ইত্যাদি গুরুত্বপূর্ণ সামগ্রী সম্পূর্ণ  বিনামূল্যে সরবরাহ করে থাকে । যা আপনাদের পরীক্ষায় উচ্চমানের Marks তোলার জন্য সহায়ক প্রমাণিত হবে। আজ এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ Collective জেনারেল নলেজ প্রশ্নোত্তর নিয়ে এসেছি । যেগুলো বিভিন্ন বিগত পরীক্ষায় একাধিকবার এসেছে । তাহলে দেরি না করে এক্ষুনি একবার চোখ বুলিয়ে নিন ।
১.ভারতীয় রেল এশিয়া মহাদেশে সবথেকে বড়ো তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেলব‍্যবস্থা।
২.ভারতীয় রেলের মূল মন্ত্র- সুরক্ষা, সংরক্ষণ এবং সময় পালন।
৩.সর্বপ্রথম রেল চলেছিল:- ১৬ই এপ্রিল ১৮৫৩ সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত ৩৪ কিঃমিঃ।
৪.লর্ড ডালহৌসির আমলে  ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল।
৫.দেশের প্রথম ইলেক্ট্রিক ট্রেন চলে ছিল ৩ই ফেব্রুয়ারি,১৯২৫ সালে।
৬.ডেকান কুইন বিদ্যুৎ চালিত প্রথম ট্রেন।
৭.রেল ভারতের সবথেকে বড়ো নিয়োগ সংস্থান
৮.রেলবোর্ডের স্থাপনা হয়েছিল ১৯০৫ সালে লর্ড কার্জনের আমলে।
৯.দেশে প্রথম মেট্রো রেল চলে ২৪শে অক্টোবর, ১৯৮৪ সালে।
১০.IRCTC এর পূর্ণরূপ- Indian Railway Catering and Tourism Corporation.
১১.সবথেকে বেশি দুরত্ব চলে কোন ট্রেন - বিবেক এক্সপ্রেস (ডিব্রুগড় থেকে কন্যাকুমারী)।
১২.রেল বাজেট সাধারণ বাজেট থেকে আলাদা হয়েছিল - ১৯২৪-২৫ সালে।
১৩.প্রথম রেল বাজেট করেছিল-জন মাথাই
১৪.ভারতের সবথেকে লম্বা রেলওয়ে প্লাটফর্ম-গোরাক্ষপুর, উত্তরপ্রদেশ (১,৩৬৬ মিটার)।
১৫.সবচেয়ে বড়ো রেল সুড়ঙ্গ-পীর পাঞ্জাল (জম্মু-কাশ্মীর)।
১৬.ভারতের সবথেকে বড়ো রেলওয়ে yard-মুঘলসহ (উত্তরপ্রদেশ)।
১৭.ভারতের প্রথম মনো রেল চলেছিল- ১ই ফেব্রুয়ারি,২০১৪ সালে (মুম্বাই)।
১৮.ভারতীয় রেল মোট ৭৩টি ডিভিশনে বিভক্ত।
১৯.ভারতীয় রেল ১৭টি জোনে বিভক্ত।
২০.রেলওয়ে বোর্ডের সংখ্যা- ২১টি।
২১.রেলওয়ের প্রতীকে তারার সংখ্যা- ১৭টি।
২২.RPF গঠিত হয়েছিল ১৮৮২ সালে।
২৩.দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী- মমতা ব্যানার্জী।
২৪.রেলযাত্রী বীমা যোজনা শুরু হয়- ১৯৯৪ তে শুরু হয়।
২৫.ভারতের প্রথম মহিলা ট্রেন ড্রাইভার- সুরেখা যাদব।
২৬.প্রথম ডিজেল ট্রেন ড্রাইভার- মমতাজ কাথবালা।


পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে SHARE করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। এতে আপনার বন্ধুরাও খুব-ই উপকৃত হবেন। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে তা নিচে দেওয়া Comment Box-এ Comment করে জানান। আমরা আপনাদের Comment-এর উত্তর দেওয়ার জন্য সর্বদা তৎপর আছি । আরোও নতুন নতুন UPDATED POST পেতে আমাদের Website-এ নিয়মিত VISIT করুন
ধন্যবাদ!!!


Note: আপনাদের মতো আরও হাজার হাজার প্রতিযোগী আমাদে Facebook Page-এর সাথে যুক্ত হয়েছেন এবং এখান থেকে UPDATED STUDY MATERIALS, CURRENT AFFAIRS, PDF এবং বিভিন্ন  পরীক্ষামূলক তথ্যাদি সংগ্রহ করে নিজেদের এক সুন্দর ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন।
তাহলে আপনি দেরি করছেন কেন? এক্ষুনি আমাদের Facebook Page-টি LIKE করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে সম্পূর্ণ বিনামূল্যে সমস্তরকম Study Materials সংগ্রহ করুন।


No comments:

Post a Comment