লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

General Science Question and Answer

হ্যালো বন্ধুগণ,
আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো সরকারি চাকরীর পরীক্ষা যেমন SSC, MTS, CHSL, CGL, POLICE, DEFENCE, RAILWAY ইত্যাদি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি একেবারে সঠিক ওয়েবসাইট-এ এসেছেন।


আমাদের এই ওয়েবসাইট-এ আপনি পরীক্ষার উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন NOTE BOOK, PREVIOUS YEAR QUESTION PAPER পড়তে ও Download করতে পারবেন যা আপনার পরীক্ষায় Qualify Marks তোলার জন্য খুব-ই সহায়ক প্রমাণিত হবে। আপনি নিশ্চয় জেনেই থাকবেন যে বর্তমানের যেকোনো চাকরির পরীক্ষায় ভৌত বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে আমাদের পরীক্ষাই ৩-৪ টি প্রশ্ন এসেই থাকে এবং তার সঠিক উত্তর না জানাই সেই প্রশ্ন ছেড়ে দিতে আমরাা বাধ্য হই অথবা ভুল উত্তর দিয়ে আসি যার রফলে আমাদের অনেক নম্বর কমে যাই।

তাই এই পোস্টের মাধ্যমে আমরা ভৌত বিজ্ঞান থেকে সংগৃহীত কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যা আমাদের সমস্তরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখিত প্রত্যেকটি প্রশ্ন পূর্ববর্তী কোন না কোন পরীক্ষায় একাধিকবার এসেছে তাই প্রত্যেকটি প্রশ্নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রতিটি বিষয় প্রশ্নোত্তর আকারে তুলে ধরেছি যাতে আপনাদের মূল্যবান সময় বেশী নষ্ট না হয় এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি জিনিস পড়ে ফেলতে পারবেন। 

📁 লাফিং গ্যাস কি ?
➡️ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
📁 দার্শনিকের উল কি ?
➡️ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
📁 সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ?
➡️ জিংক ।
📁 কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ?
➡️ এন্টিমনি ।
📁 বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ?
➡️ কার্বন ।
📁 নির্বোধের সোনা কি ?
➡️ আয়রণ ডি সালফাইড ।
📁 সবচেয়ে সক্রিয় ধাতু কি ?
➡️ পটাসিয়াম ।
📁 স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ?
➡️ গ্লিসারিন ।
📁 সিরকায় কোন এসিড থাকে ?
➡️ এসিটিক এসিড ।
📁 একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ?
➡️ এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।
📁 বেকিং পাউডার কি ?
➡️ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
📁 কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ?
➡️ জার্মান বিজ্ঞানী উহলার ।
📁 বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ?
➡️ সালফান ।
📁 প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ?
➡️ এমোনিয়ার ।
📁 একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ?
➡️ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি।
📁 জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ?
➡️ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
📁 কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ?
➡️ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি ।
📁 কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ?
➡️ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি।
📁 মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ১২ টি ।
📁 কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ৭৮টি ।
📁 গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ৬০টি ।
📁 ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ২৪ টি।
📁 ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ২২টি ।
📁 মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ৭৮টি ।
📁 ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ৫৪টি ।
📁 DNA তে কি থাকে না ?
➡️ ইউরাসিল থাকে না ।
📁 পাকা কলায় কি থাকে ?
➡️ এমাইল এসিটেট ।
📁 পাকা আনারসে কি থাকে ?
➡️ ইথাইল এসিটেট ।
📁 পাকা কমলায় কি থাকে ?
➡️ অকটাইল এসিটেট ।
📁 ভাইরাসজনিত রোগগুলো কি কি ?
➡️ হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।
📁 ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ?
➡️ কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
📁 মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ?
➡️ জেরোফাইট।
📁তেঁতুলে কোন এসিড থাকে ?
➡️টারটারিক এসিড।
📁আমলকিতে কোন এসিড থাকে ?
➡️অক্সালিক এসিড ।
📁 আঙ্গুরে কোন এসিড থাকে ?
➡️ টারটারিক এসিড।
📁 কমলালেবুতে কোন এসিড থাকে ?
➡️ এসকরবিক এসিড ।
📁 টমেটোতে কোন এসিড থাকে ?
➡️ ম্যালিক এসিড।
📁 লেবুর রসে কোন এসিড থাকে ?
➡️ সাইট্রিক এসিড।
📁 আপেলে কোন এসিড থাকে ?
➡️ ম্যালিক এসিড ।
📁 দুধে কোন এসিড থাকে ?
➡️ ল্যাকটিক এসিড।
📁 কচু খেলে গলা চুলকায় কেন ?
➡️ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
📁 রেকটিফাইড স্পিরিট কি ?
➡️ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
📁 ডিডিটির পূর্ণরূপ কি ?
➡️ ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্
লোরো-ইথেন ।
📁 টিএনটির পূর্ণরুপ কি ?
➡️ ট্রাই নাইট্রো টলুইন ।
📁 সাবানের রাসায়নিক নাম কি ?
➡️ সোডিয়াম স্টিয়ারেট ।
📁 টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?
➡️ সোডিয়াম মনোগ্লুটামেট ।
📁 পেট্রোলের অপর নাম কি ?
➡️ গ্যাসোলিন ।
📁 মানবদেহে জিনের সংখ্যা কত ?
➡️ ৪০০০০ ।
📁 RNA তে কি থাকে না ?
➡️ থায়ামিন থাকে না ।
📁 RNA এর প্রধান কাজ কি ?
➡️ প্রোটিন তৈরি করা।

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে SHARE করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। এতে আপনার বন্ধুরাও খুব-ই উপকৃত হবেন। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে তা নিচে দেওয়া Comment Box-এ Comment করে জানান। আমরা আপনাদের Comment-এর উত্তর দেওয়ার জন্য সর্বদা তৎপর আছি । আরোও নতুন নতুন UPDATED POST পেতে আমাদের Website-এ নিয়মিত VISIT করুন




Note: আপনাদের মতো আরও হাজার হাজার প্রতিযোগী আমাদে Facebook Page-এর সাথে যুক্ত হয়েছেন এবং এখান থেকে UPDATED STUDY MATERIALS, CURRENT AFFAIRS, PDF এবং বিভিন্ন  পরীক্ষামূলক তথ্যাদি সংগ্রহ করে নিজেদের এক সুন্দর ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন।
তাহলে আপনি দেরি করছেন কেন? এক্ষুনি আমাদের Facebook Page-টি LIKE করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে সম্পূর্ণ বিনামূল্যে সমস্তরকম Study Materials সংগ্রহ করুন।
     আরও নতুন নতুন পোস্টের UPDATE পেতে আমাদের FACEBOOK PAGE টি LIKE করে আমাদের সাথে যুক্ত থাকুন।

You might also like,

No comments:

Post a Comment