লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

General Knowledge Question and Answer

হ্যালো বন্ধুগণ,
আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো সরকারি চাকরীর পরীক্ষা যেমন SSC, MTS, CHSL, CGL, POLICE, DEFENCE, RAILWAY ইত্যাদি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি একেবারে সঠিক ওয়েবসাইট-এ এসেছেন।


আমাদের এই ওয়েবসাইট-এ আপনি পরীক্ষার উপযুক্ত স্টাডি ম্যাটারিয়েলস যেমন NOTE BOOK, PREVIOUS YEAR QUESTION PAPER পড়তে ও Download করতে পারবেন যা আপনার পরীক্ষায় Qualify Marks তোলার জন্য খুব-ই সহায়ক প্রমাণিত হবে। আপনি নিশ্চয় জেনেই থাকবেন যে বর্তমানের যেকোনো চাকরির পরীক্ষায় ভৌত বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে আমাদের পরীক্ষাই ৩-৪ টি প্রশ্ন এসেই থাকে এবং তার সঠিক উত্তর না জানাই সেই প্রশ্ন ছেড়ে দিতে আমরাা বাধ্য হই অথবা ভুল উত্তর দিয়ে আসি যার রফলে আমাদের অনেক নম্বর কমে যাই।

তাই এই পোস্টের মাধ্যমে আমরা ভৌত বিজ্ঞান থেকে সংগৃহীত কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যা আমাদের সমস্তরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখিত প্রত্যেকটি প্রশ্ন পূর্ববর্তী কোন না কোন পরীক্ষায় একাধিকবার এসেছে তাই প্রত্যেকটি প্রশ্নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রতিটি বিষয় প্রশ্নোত্তর আকারে তুলে ধরেছি যাতে আপনাদের মূল্যবান সময় বেশী নষ্ট না হয় এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি জিনিস পড়ে ফেলতে পারবেন। 

প্রশ্ন : মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন ?
উ: নিউটন।
প্রশ্ন : বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী ?
উ: জলের পৃষ্ঠটানের জন্য।
প্রশ্ন : কে প্রথম রোবট আবিস্কার করেন ?
উ: উইলিয়াম গে ওয়ালটার।
প্রশ্ন : সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে ?
উঃ পরমানু ফিউশন।
প্রশ্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ?
উ: ৫০ টি।
প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উ: সিসমোগ্রাফ।
প্রশ্ন : টেলিভিশন কে আবিস্কার করেন ?
উঃ জন এল বেয়ার্ড।
প্রশ্ন : রেডিও কে আবিস্কার করেন ?
উ: মার্কনি।
প্রশ্ন : রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন ?
: স্টিফেনসন প্রশ্ন : বাষ্প ইঞ্জিন কে আবিস্কার করেন ?
উ: জেমস ওয়াট।
প্রশ্ন : কম্পিউটার কে আবিস্কার করেন ?
উ: হাওয়ার্ড এইকিন।
প্রশ্ন : আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উ: চার্লস ব্যাবেজ।
প্রশ্ন : পেনিসিলিন কে আবিস্কার করেন ?
: আলেকজান্ডার ফ্লেমিং।
প্রশ্ন : পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
উ: ওপেন হেমার।
প্রশ্ন : এটম বোমা কে আবিস্কার করেন ?
উ: অটো হ্যান।
প্রশ্ন : মহাজাগতিক রশ্মি কে আবিস্কার করেন ?
উ: রাদারফোর্ড।
প্রশ্ন : বংশ গতিবিদ্যার জনক কে ?
উ: মেন্ডেল।
প্রশ্ন : রিলেটিভিটির সুত্র কে আবিস্কার করেন ?
উঃ এলবার্ট আইনস্টাইন।
প্রশ্ন : ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
উঃ নিউটন।
প্রশ্ন : আলোর গতির আবিস্কারক কে ?
উ: এ মাইকেলসন।
প্রশ্ন : রকেটের সূত্রের আবিস্কারক কে ?
উ: গডার্ড।
প্রশ্ন : ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উ: জন থম্পসন।
প্রশ্ন : ল্যাপটপ কী ?
উ: এক ধরনের ছোট কম্পিউটার।
প্রশ্ন : বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?
উ: ENIAC
প্রশ্ন : প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?
উ: লেডী এ্যাডো অগাস্টা।
প্রশ্ন : মুক্তা কীভাবে তৈরী হয় ?
উ: ঝিনুকের প্রদাহের ফলে।
প্রশ্ন : অ্যাসিড আবিস্কার হয় কবে ?
উ: ১৯৮১ সালে।
প্রশ্ন : প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উ: রাদারফোর্ড।
প্রশ্ন : আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উ: কয়লা।
প্রশ্ন : নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উঃ ১৯৫৮ সালে।
প্রশ্ন : নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: যুক্তরাষ্টের ফ্লোরিডায়।
প্রশ্ন : মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি ?
উ: স্ফুটনিক -১
প্রশ্ন : স্ফুটনিক -১ মহাকাশে পাঠানো হয় কবে ?
উ: ১৯৫৭ সালে।
প্রশ্ন : পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উ: উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)।
প্রশ্ন : মহাকাশে গমন কারী প্রথম প্রাণী ?
উ: লাইকা নামের কুকুর।
প্রশ্ন : চাঁদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উঃ ২১ জুলাই , ১৯৬৯ সালে।
প্রশ্ন : চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উ: অ্যাপোলো -১১
প্রশ্ন : চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উঃ নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন।
প্রশ্ন : মহাকাশে গমনকারী প্রথম মহিলা নভোচারী কে ?
উ: ভ্যালেতিনা তেরেস্কোভা (১৯৬৩)।
প্রশ্ন : মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ?
উ: পাথ ফাইন্ডার।
প্রশ্ন : শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ?
উ: ক্যাসিনি।
প্রশ্ন : সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ?
উ: প্রক্সিমা সেন্টারাই।

আশা করছি প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই উপকারে লাগবে। আর হ্যাঁ আরও নতুন নতুন পোস্টের UPDATE এবং পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি পেতে আমাদের FACEBOOK  PAGE টি Like করে আমাদের সাথে যুুুক্ত  থাকুুন।

You might also like,

No comments:

Post a Comment