লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

Geography Q&A for Competitive Exam


301. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানো হয়?
Ans. A ধরনের।
302. মহাকাশে অসংখ্য কী রয়েছে?
Ans. জ্যোতিষ্ক।
303. সূর্য কী?
Ans. নক্ষত্র।
304. চাঁদ কী?
Ans. উপগ্রহ।
305. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কী?
Ans. জ্বলন্ত বাষ্পপিণ্ড।
306. নিজস্ব আলো ও উত্তপ আছে কার?
Ans. নক্ষত্রের।
308. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কী?
Ans. সূর্য।
309. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
Ans. ১৫ কোটি কি. মি.।
310. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
Ans. ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।
311. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
Ans. ১ মি. ২০/৩০ সে.।
312. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
Ans. প্রক্সিমা সেন্টারাই।
313. পৃথিবী থেকে তার দূরত্ব কত?
Ans. ৩৮ লাখ কোটি কি. মি.।
314. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কী বলে?
Ans. ছায়াপথ।
315. ছায়াপথ কোন আকাশে দেখা যায়?
Ans. উত্তর-দক্ষিণ।
316. উল্কার অপর নাম কী ?
Ans. ছুটন্ত তারা।
317. ইংরেজিতে একে কী বলে?
Ans. Meteor.
318. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?
Ans. এডমন্ড হ্যালি।
319. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
Ans. 76 বছর।
320. সর্বশেষ কবে দেখা গেল ?
Ans. ১৯৮৬ সালে।
321. পরবর্তীতে কবে দেখা যাবে?
Ans. ২০৬২ সালে।
322. ধূমকেতুর ইংরেজি নাম কী ?
Ans. Comet.
323. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে?
Ans. গ্রিক শব্দ komet থেকে
324. Komet অর্থ কী?
Ans. এলোকেশী।
325. গ্রহের নিজস্ব কী নেই ?
Ans. আলো ও তাপ।
326. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে?
Ans. সূর্য থেকে।
327. সৌরজগতের কয়টি গ্রহ আছে?
Ans. ৮টি।
328. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
Ans. চাঁদ।
329. কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
Ans. বুধ ও শুক্র।
330. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি ?
Ans. বৃহস্পতি, ৬৯টি।

1 2 3 4 5 6 7  8 9 10 11 <<PREV 13 LAST

No comments:

Post a Comment