লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

Geography Q&A for Competitive Exam


331. সূর্য কোন বর্ণের?
Ans. হলুদ।
332. সূর্যের ব্যাস কত?
Ans. ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।
333. সূর্যের ভর কত?
Ans. ১.৯৯*১০^১৩কিলোগ্রাম।
334. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত?
Ans. ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।
335. কোনটি সবচেয়ে বড় গ্রহ?
Ans. বৃহস্পতি।
336. সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
Ans. বুধ।
337. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত?
Ans. বুধ।
338. সূর্য থেকে বুধের দূরত্ব কত?
Ans. ৫.৮ কোটি কি.মি.।
339. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে?
Ans. ৮৮ দিন।
340. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে?
Ans. ৫৮ দিন, ১৭ ঘণ্টা।
341. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
Ans. বুধ।
342. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়?
Ans. মেরিনার-১০
343. শুক্র গ্রহের অপর নাম কি?
Ans. শুকতারা বা সন্ধ্যাতারা।
344. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত?
Ans. ১০.৮ কোটি কি.মি.।
345. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
Ans. শুক্র।
346. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
Ans. Delta.
347. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
Ans. ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি ।

348. পর্বত কয় প্রকার?
Ans. ৪ প্রকার।
349. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ।
Ans. হিমালয়, আল্পস, রকি।
350. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
Ans. ভাঁজ
351. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
Ans. ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
352. ল্যাকোলিথ পর্বত কোনটি ?
Ans. USA ল্যাকোলিথ।
353. সমভূমি কত প্রকার ও কী কী?
Ans. ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
354. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
Ans. ০২ ও ২০.৭১%।
355. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
Ans. ৬টি।
356. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
Ans. বায়ুর তাপ, চাপ, প্রবাহ,আর্দ্রতাও বারিপাত।
357. বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়?
Ans. মৌসুমী।
358. মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে?
Ans. গরম ও ঠাণ্ডা।
359. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত?
Ans. শতকরা ১ ভাগ।
360. কোনো স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কী বলে?
Ans. জলবায়ু
361. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
Ans. বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আর্দ্রতা ও বারিপাত।
362. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?
Ans. হাইগ্রোমিটার।
363. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কী কী?
Ans. ২ প্রকার,(১)পরম আর্দ্রতা  (২) আপেক্ষিক আর্দ্রতা।
364. বৃষ্টিপাত কত প্রকার?
Ans. ৪ প্রকার।

1 2 3 4 5 6 7  8 9 10 11 12 <<PREV LAST

You might also like,


Download 9000+ GK Question & Answer Click Here


RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE




 Lucent's General Science Full PDF Book Download Click Here












No comments:

Post a Comment