লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

Geography Q&A for Competitive Exam


251. ‘Coconut Triangle’ দেখতে পাওয়া যায় কোথায় ?
Ans. শ্রীলঙ্কা ।
252. ‘ শ্বেত বিপ্লবের জনক ‘ নামে পরিচিত কে ?
Ans. ভার্গিস ক্যুরিয়েন ।
253. দাক্ষিণাত্যে বাজাদা কী নামে পরিচিত ?
Ans. কুম্বু ।
254. কোন কৃষিজ ফসলের অপর নাম মারুয়া ?
Ans. রাগি ।
255. জাতীয় বীজ নিগম (NSC) স্থাপিত হয় কবে ?
Ans. 1963 সালে ।
256. বর্তমানে (2016) ভারতে বড়ো মাপের সামুদ্রিক মৎস্য বন্দরের সংখ্যা কয়টি ?
Ans. 5 টি ।
257. ‘ হলুদ বিপ্লব ‘ কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?
Ans. তৈলবীজ উৎপাদনের সঙ্গে ।
258. ‘ নীল বিপ্লব ‘ কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?
Ans. মৎস্য উৎপাদনের সঙ্গে ।
259. রেটুন (Ratoon) কী ?
Ans. প্রথমবার ফসল কাটার পর , আখের যে চারা জন্মায় , তাকে রেটুন বলে ।
260. ‘ আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা ‘ কোথায় গড়ে উঠেছে ?
Ans. ফিলিপিনস – এর ম্যানিলায় ।
261. আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার ‘ নূন্যতম ব্যয় তত্ত্ব ‘ কত সালে প্রকাশিত হয় ?
Ans. 1909 সালে ।
262. ‘ সর্বাধিক মুনাফা তত্ত্ব ‘ -টি কার ?
Ans. অগাস্ট লোশের ।
263. কোন শিল্পকে ‘ শিল্প দানব ‘ বলা হয় ?
Ans. পেট্রো – রসায়ন শিল্পকে ।
264. BMW কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি ?
Ans. জার্মানি ।
265. পৃথিবীর রবার রাজধানী বলা হয় কাকে ?
Ans. অ্যাক্সনকে ।
266. কোন শহরকে পৃথিবীর ‘ রাসায়নিক রাজধানী ‘ বলা হয় ?
Ans. উইলসিংটন ।
267. ওয়েবারের তত্ত্ব অনুযায়ী শিল্পটি বাজারমুখী হবে না বহির্মুখী হবে তা কোন সূচকের দ্বারা নির্ণয় করা হয় ?
Ans. দ্রব্য ।
268. ভারতের কোথায় বৃহত্তম পেট্রোকেমিক্যালশিল্পের কারখানা গড়ে উঠেছে ?
Ans. সুরাট ।
269. কানাডার কোথায় প্রথম কাগজকল গড়ে উঠে ?
Ans. কুইবেকে ।
270. আঙুরের রস থেকে মদ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ ?
Ans. ফ্রান্স ।
271. পৃথিবীর আনুমানিক বয়স কত ?
Ans. ৪,৫০০ মিলিয়ন বছর।
272. পৃথিবীর আয়তন কত ?
Ans. ৫১,০১,০০,৫০০ বর্গ কিঃ মিঃ।
273. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে ?
Ans. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিঃ ৪৭ সেঃ।
274. পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে?
Ans. ৭ টি। যথাঃ এশিয়া, ইউরোপ, আফ্রিকা,উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া ও এন্টার্কটিকা।
275. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
Ans. এশিয়া।

1 2 3 4 5 6 7  8 9 <<PREV 11 NEXT>> 13 LAST

No comments:

Post a Comment