লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

Geography Q&A for Competitive Exam


276. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
Ans. ওশেনিয়া।
277. আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি?
Ans. রাশিয়া।
278. আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
Ans. ভ্যাটিকান।
279. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
Ans. চীন।
280. জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
Ans. ভ্যাটিকান।
281. পৃথিবীর সবচেয়ে উত্তরে নগরী কোনটি?
Ans. হ্যামারফাস্ট (নরওয়ে)।
282. পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
Ans. পুওট উইলিয়াম (চিলি)।
283. পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
Ans. চিলি।
284. পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
Ans. ইতালি।
285. পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র কোনগুলি?
Ans. জাপান, ইন্দনেশিয়া।
286. পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
Ans. রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
287. পৃথিবীর কোন শহর বা নগরী দুটি মহাদেশে পরেছে?
Ans. ইস্তাম্বুল (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
288. পৃথিবীর কোন গ্রাম দুটি দেশের মধ্যে পরেছে?
Ans. পানমুজান(উত্তর ও দক্ষিন করিয়ার মধ্যে)।
289. পৃথিবীর সর্বাধিক দীপ রাষ্ট্র কোনটি?
Ans. ইন্দোনেশিয়া।
290. অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
Ans. চীন (১৪ টি দেশের সাথে)।
291. পৃথিবীতে মহাসাগর রয়েছে কয়টি?
Ans. ৫ টি। যথাঃ প্রশান্ত, ভারত, আটলান্টিক, উত্তর ও দক্ষিণ মহাসাগর।
292. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
Ans. প্রশান্তমহাসাগর(১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
293. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
Ans. আর্কটিক বা উত্তর মহাসাগর (১ কোটি ৫০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
294. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
Ans. প্রশান্ত মহাসাগর?
295. প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি?
Ans. মারিয়ানা টেঞ্চ (গভীরতা ১১,০৩৩ মিঃ)।
296. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কী?
Ans. ভূগোল।
297. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে?
Ans. গ্রিস।
298. তার নাম কী?
Ans. ইরাটসথেনিস।
299. Perspectives on the nature of Geography বইটি কত সালে প্রকাশিত?
Ans. ১৯৫৯ সালে।
300. ভূগোলের শাখা কয়টি?
Ans. ৯টি।



1 2 3 4 5 6 7  8 9 10 <<PREV  12  NEXT>> LAST



You might also like,

Download 9000+ GK Question & Answer Click Here


RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE




 Lucent's General Science Full PDF Book Download Click Here















No comments:

Post a Comment